ফোনের তথ্য চুরি করে যে ১৩ অ্যাপ

ফোনের তথ্য চুরি করে যে ১৩ অ্যাপ

যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তাদের জন্য একটি খুব পরিচিত সমস্যা হলো ফোনের তথ্য চুরি হয়ে যাওয়া। প্রায়ই বিভিন্ন অ্যাপের মাধ্যমে ফোনের তথ্য চুরি হওয়ার খবর পাওয়া যায়। আর এসবের ভুক্তভোগী হন গ্রাহকেরা। আর এসব নিরাপত্তা ত্রুটি থেকে ব্যবহারকারীদের রক্ষা করার জন্য প্রায়ই নিরাপত্তাবিশ্লেষকেরা ঝুঁকিপূর্ণ অ্যাপের তালিকা হালনাগাদ করে থাকেন। 

তারই ধারাবাহিকতায় এবার ম্যাকাফি এর একদল  নিরাপত্তাবিশ্লেষক ১৩ টি ঝুঁকিপূর্ণ অ্যাপের তালিকা প্রকাশ করেছে। যা ফোনের ছবিসহ বিভিন্ন তথ্যের জন্য বিপদজনক হতে পারে।

জানা গিয়েছে ফোনের তথ্য চুরি করা এসব অ্যাপগুলো ইন্সটলকৃত ফোন থেকে গ্রাহকদের অজান্তেই বিভিন্ন স্পর্শকাতর তথ্য নিয়ে তা গোপন সার্ভারে বেআইনিভাবে পাঠিয়ে দেয়। যার ফলে ব্যবহারকারীদের তথ্য ঝুঁকির মুখে পড়ে।

আরো পড়ুন  মোবাইল ডাটার দাম কমলো

ফোনের তথ্য চুরি করা এই ক্ষতিকর ১৩টি অ্যাপ হলো

  1. এসেনসিয়াল হরোস্কোপ ফর অ্যান্ড্রয়েড (  Essential Horoscope for Android  )
  2. থ্রিডি স্কিন এডিটর  (  3D Skin Editor for PE Minecraft  )
  3. লোগো মেকার প্রো  (  Logo Maker Pro  )
  4. অটো ক্লিক রিপিটার  (  Auto Click Repeater  )
  5. কাউন্ট ইজি ক্যালরি ক্যালকুলেটর  (  Count Easy Calorie Calculator )
  6. সাউন্ড ভলিউম এক্সটেন্ডার  (  Sound Volume Extender  )
  7. লেটার লিংক (  LetterLink  )
  8. নিউমেরোলোজি: পারসোনাল হরোস্কোপ অ্যান্ড নাম্বার  প্রেডিকশন (  Numerology: Personal horoscope & number predictions  )
  9. স্টেপ কিপার: ইজি পেডোমিটার (  Step Keeper: Easy Pedometer  )
  10. ট্র্যাক ইউর স্লিপ (  Track Your Sleep  )
  11. সাউন্ড ভলিউম বুস্টার (  Sound Volume Booster  )
  12. অ্যাস্ট্রোলজিক্যাল নেভিগেটর: ডেইলি হরোস্কোপ অ্যান্ড ট্যারোট (  Astrological Navigator: Daily Horoscope & Tarot  )
  13. ইউনিভার্সাল ক্যালকুলেটর (  Universal Calculator  )
আরো পড়ুন  ফোন চার্জে বসানোর আগে খেয়াল রাখুন ৩ বিষয়

ফোনের তথ্য চুরি করা এসব অ্যাপ গুলো কি কি করতে পারে?

১. ব্যক্তিগত তথ্য চুরি (Personal Data Theft):

  • ফোনে সংরক্ষিত নাম, ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস, ঠিকানা, পাসওয়ার্ড ইত্যাদি চুরি করতে পারে।

২. ব্যাংকিং তথ্য চুরি (Banking Information Theft):

  • ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট/ডেবিট কার্ডের বিস্তারিত তথ্য চুরি করা।

৩. কীস্ট্রোক লগিং (Keystroke Logging):

  • ইউজারের কীস্ট্রোক ট্র্যাক করে পাসওয়ার্ড ও অন্যান্য গোপন তথ্য উদ্ধার করতে পারে।

৪. মাইক্রোফোন ও ক্যামেরা হ্যাকিং (Microphone and Camera Hacking):

  • মাইক্রোফোন বা ক্যামেরার মাধ্যমে গোপনে শব্দ রেকর্ড বা ছবি তোলা।

৫. GPS ট্র্যাকিং (GPS Tracking):

  • ফোনের অবস্থান ট্র্যাক করতে পারে এবং ব্যবহারকারীর চলাফেরা পর্যবেক্ষণ করতে পারে।

৬. অ্যাপ ও ফাইল এক্সেস (App and File Access):

  • ফোনের বিভিন্ন অ্যাপ ও ফাইলের মধ্যে ঢুকে ডেটা চুরি করা।

৭. SMS ও কল লগ চুরি (SMS and Call Log Theft):

  • ফোনের এসএমএস, কল লগ, ও অন্যান্য যোগাযোগের তথ্য চুরি করা।
আরো পড়ুন  সার্চ ইঞ্জিনের মতো তথ্য খোঁজা যাবে চ্যাটজিপিটিতে

৮. ব্যাকডোর অ্যাক্সেস (Backdoor Access):

  • ফোনে অজান্তে সিস্টেমের ভিতরে ঢুকে তথ্য চুরি করা বা দূরবর্তী নিয়ন্ত্রণ নেওয়া।

এই বিষয়গুলো ফোনের সুরক্ষার জন্য সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ। ফোনে সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এসব চুরি প্রতিরোধ করা সম্ভব। আরো তথ্য জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।

তাই আপনার ফোনে যদি এসব অ্যাপ ইন্সটল করা থাকে তাহলে আজই এসব অ্যাপ গুলো আনআন্সটল করে ফেলুন খুব দ্রুত। এসব অ্যাপ থেকে নিজের তথ্য সুরক্ষিত রাখার জন্য আপনাকে অবশ্যই ফোন থেকে তথ্য চুরি রোধ করার উপায় সম্পর্কে জানতে হবে। তাই আপনার উচিত ফোনের জন্য কিছু নিরাপত্তার বিষয়য়ের দিকে খেয়াল রাখা। যেসব অ্যাপগুলো আপনার অজান্তে আপনার অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। তাই সেসব অ্যাপ ব্যবহার করা থেকে সবসময় বিরত থাকুন।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন এখানে ক্লিক করুন

– Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
– Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে
– Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

আপনার কোনো সমস্যা বা কোন বিষয়ে পোস্ট চান সেটা নিচের বক্সে কমেন্ট করে জানান

মন্তব্য করুন