বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে ১১৩ জন নিয়োগের সুযোগ : বিস্তারিত জানুন এখনি

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে ১১৩ জন নিয়োগের সুযোগ

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে ১১৩ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন বিভাগে শূন্যপদ পূরণের লক্ষ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।

নৌবাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তি বেকারদের জন্য একটি দুর্দান্ত সুযোগ, যেখানে যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে পদ রয়েছে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত শর্তাবলী জানতে নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinnavy.navy.mil.bd পরিদর্শন করতে পারেন।

আরো পড়ুন  সজীব গ্রুপে চাকরির সুযোগ: নিয়োগ চলছে

সামরিক এ বাহিনীর ১৪-১৯তম গ্রেডের ৭ পদে ১১৩ বেসামরিক কর্মচারী (কারিগরি) নিয়োগে ১৯ নভেম্বর প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ নভেম্বর সকাল ৮টা থেকে শুরু হয়েছে—চলবে ১১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী;

১. পদের নাম: সহকারী লিডিং ম্যান;

পদসংখ্যা: ১১টি;

বেতন: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

২. পদের নাম: হাইলি স্কিলড মিস্ত্রী;

পদসংখ্যা: ১১টি;

বেতন: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৩. পদের নাম: হাইলি স্কিলড (গ্রেড-১);

পদসংখ্যা: ২২টি;

বেতন: ৯,৯০০—২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

৪. পদের নাম: হাইলি স্কিলড (গ্রেড-২);

পদসংখ্যা: ২২টি;

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৫. পদের নাম: স্কিলড গ্রেড;

পদসংখ্যা: ৩৩টি;

আরো পড়ুন  যমুনা ইলেকট্রনিকসে আকর্ষণীয় বেতনে চাকরি

বেতন: ৯,০০০—২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

৬. পদের নাম: সেমি স্কিলড (গ্রেড-১);

পদসংখ্যা: ৪টি;

বেতন: ৮,৮০০—২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

৭. পদের নাম: সেমি স্কিলড (গ্রেড-২);

পদসংখ্যা: ১০টি;

বেতন: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

বয়স: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (২১ নভেম্বর ২০২৪ তারিখে);

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা আবেদন ফি ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে; 

আবেদনের শেষ তারিখ:

আগামী ১১ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন এখানে ক্লিক করুন

– Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
– Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে
– Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

আপনার কোনো সমস্যা বা কোন বিষয়ে পোস্ট চান সেটা নিচের বক্সে কমেন্ট করে জানান

মন্তব্য করুন