ফোন চার্জে বসানোর আগে খেয়াল রাখুন ৩ বিষয়

বর্তমানে সঙ্গে আর কিছু থাকুক বা না থাকুক, স্মার্টফোন থাকেই। বিভিন্ন কাজে স্মার্টফোন ব্যবহার করছেন। তবে সঠিক পদ্ধতিতে ফোন চার্জ করছেন কি? অনেকেই ফোন চার্জ করার সময় কিছু ভুল করে থাকেন, যাতে চার্জারে আগুন লাগার ঝুঁকি বেড়ে যায়। আর সেই সঙ্গে ফোনের উপরও বিরাট প্রভাব পড়তে পারে। তাই ফোন চার্জে বসানোর আগে খেয়াল রাখুন ৩ বিষয় মনে রাখা উচিত, যাতে ফোনের ব্যাটারি ভালো থাকে এবং ডিভাইস সুরক্ষিত থাকে।

ফোন চার্জে বসানোর আগে খেয়াল রাখুন ৩ বিষয়

কয়েকটি টিপস জেনে নিন, যেগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই সেই সব ভুল এড়িয়ে যেতে পারেন। নিচে তিনটি বিষয় উল্লেখ করা হলো:

আরো পড়ুন  ফোনের তথ্য চুরি করে যে ১৩ অ্যাপ

১. মূল অ্যাডাপ্টার ও ক্যাবল ব্যবহার করুন

ফোন চার্জ করার সময় সবসময় ফোনের সাথে দেওয়া মূল অ্যাডাপ্টার এবং চার্জিং ক্যাবল ব্যবহার করুন। স্মার্টফোনের জন্য সবসময় ভালো কোম্পানির চার্জার কিনুন। সস্তা এবং অচেনা কোম্পানির চার্জারগুলোতে চার্জ যেমন ধীরে হয়, ঠিক তেমনই অতিরিক্ত গরমও হয়ে যায়।

২. চার্জিং পোর্ট পরিষ্কার রাখুন

ফোনের চার্জিং পোর্ট মাঝে মাঝে পরিষ্কার করুন, কারণ পোর্টে ধুলো বা ময়লা জমে থাকলে চার্জিং সঠিকভাবে হতে পারে না। পরিষ্কার করার সময় সাবধান থাকুন যাতে কোনো ক্ষতি না হয়।

চার্জারে যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, যেমন-প্লাগে ফাটল বা আলগা কানেকশন, তারে কোনো রকম চির ধরে যাওয়া। তাহলে প্রথমে তা ঠিক করে, তারপরেও ব্যবহার করুন। এতে চার্জার গরম হয়ে গিয়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।

আরো পড়ুন  উপায় একাউন্ট খুললেই 75 টাকা

৩. চার্জ দেওয়ার সময় ফোন অতিরিক্ত ব্যবহার করবেন না

চার্জিং অবস্থায় ফোনে ভারী অ্যাপ্লিকেশন ব্যবহার, গেম খেলা বা ভিডিও দেখা এড়িয়ে চলুন। এতে ফোন অতিরিক্ত গরম হয়ে ব্যাটারির উপর খারাপ প্রভাব পড়তে পারে।

অতিরিক্ত টিপস:

ফোনের ব্যাটারি সর্বদা ২০%-৮০% এর মধ্যে রাখার চেষ্টা করুন।
চার্জিং অবস্থায় ফোনের কভার খুলে রাখলে তাপমাত্রা কম থাকবে।
দ্রুত চার্জার (Fast Charger) ব্যবহার করার আগে নিশ্চিত হয়ে নিন যে ফোনের ব্যাটারি এটি সাপোর্ট করে।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন এখানে ক্লিক করুন

– Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
– Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে
– Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

আপনার কোনো সমস্যা বা কোন বিষয়ে পোস্ট চান সেটা নিচের বক্সে কমেন্ট করে জানান

মন্তব্য করুন