বৃত্তাকার পার্কের চারপাশের রাস্তার ক্ষেত্রফল নির্ণয়

একটি বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল ৩১৪১৬ বর্গ মিটার। পার্কটির চতুর্দিকে ৫ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় কর।

বৃত্তাকার পার্কের চারপাশের রাস্তার ক্ষেত্রফল নির্ণয়

প্রদত্ত:

  • পার্কের ক্ষেত্রফল = ৩১৪১৬ বর্গ মিটার
  • পার্কের চারপাশে রাস্তার প্রস্থ = ৫ মিটার

এখন, পার্কটির ব্যাসার্ধ (r) নির্ণয় করা যাক।

পার্কের ক্ষেত্রফল = πr2 = ৩১৪১৬ বর্গ মিটার।

π ≈ ৩.১৪১৬ ধরলে, পাই:

r2 = ৩১৪১৬ ÷ ৩.১৪১৬ = ১০০০০
r = √১০০০০ = ১০০ মিটার

সুতরাং, পার্কটির ব্যাসার্ধ ১০০ মিটার।

রাস্তা সহ মোট ক্ষেত্রফল

পার্কটির চারপাশে ৫ মিটার চওড়া রাস্তা সহ মোট ব্যাসার্ধ হবে:

আরো পড়ুন  ৮ম শ্রেনী প্রথম অধ্যায় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় প্রশ্নোত্তর

r + ৫ = ১০০ + ৫ = ১০৫ মিটার

মোট ক্ষেত্রফল (পার্ক + রাস্তা) = π × (১০৫)2

৩.১৪১৬ × ১১০২৫ = ৩৪৬৩৬.২ বর্গ মিটার

রাস্তাটির ক্ষেত্রফল

রাস্তাটির ক্ষেত্রফল হবে (মোট ক্ষেত্রফল – পার্কের ক্ষেত্রফল):

৩৪৬৩৬.২ – ৩১৪১৬ = ৩২২০.২ বর্গ মিটার

অতএব, রাস্তাটির ক্ষেত্রফল = ৩২২০.২ বর্গ মিটার

– Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
– Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে
– Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

লেখাটি কেমন লাগলো সেটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান

মন্তব্য করুন