Skip to content
৮ম শ্রেনী প্রথম অধ্যায় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় প্রশ্নোত্তর
৮ম শ্রেনী প্রথম অধ্যায়: সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়
প্রশ্নোত্তর
- বাংলায় পর্যটকদের মধ্যে প্রায় সকলে কোন বিষয়টির উল্লেখ করেছেন?
উত্তর: তুলার তৈরি মসৃণ সুতিবস্ত্র।
- কার বর্ণনা থেকে আমরা বাংলায় জিনিসপত্রের সস্তা দামের কথা জানতে পারি?
উত্তর: ইবনে বতুতা।
- ফা-সিয়ান কোন দেশের পর্যটক ছিলেন?
উত্তর: চীনের।
- মধ্যযুগে লেনদেনের মাধ্যম হিসেবে কী প্রচলিত ছিল?
উত্তর: সোনা, রুপা ও তামার পয়সা।
- যারা বিভিন্ন স্থানে জ্ঞান অর্জনের জন্য ঘুরে বেড়ান তাদের কী বলা হয়?
উত্তর: পর্যটক।
- ভারতবর্ষে সতীদাহ প্রথা বন্ধের আইন জারি করেন কোন গভর্নর?
উত্তর: লর্ড বেন্টিংক।
- আঠারো শতকের শুরুতে পৃথিবীর অর্থনীতির কত শতাংশ ভারতবর্ষের ছিল?
উত্তর: ২৩ শতাংশ।
- মহাস্থানগড় জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: বগুড়ায়।
- ময়নামতি জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: কুমিল্লায়।
- বৌদ্ধধর্মের নানা ধারা-উপধারা সম্পর্কে জ্ঞানলাভের উদ্দেশ্যে কারা এসেছিলেন?
উত্তর: চৈনিক পর্যটকগণ।
- ফা-সিয়ান কোন শতকে বর্তমান ছিলেন?
উত্তর: পঞ্চম শতকে।
- আরব বণিকদের বর্ণনায় আমরা বাংলার কোন জিনিসের তথ্য পাই?
উত্তর: সূক্ষ্ম সুতিবস্ত্র, সুগন্ধি কাঠ।
- রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: সিরাজগঞ্জে।
- তাম্রলিপ্তির ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় পাওয়া যায়?
উত্তর: ভারতের পশ্চিমবঙ্গের তমলুক জেলায়।
- আরব নাবিক ও বণিকদের বর্ণনায় আমরা বাংলার কোন সময়ের তথ্য পাই?
উত্তর: নবম শতকের পর হতে ত্রয়োদশ শতক পর্যন্ত।
- সমুদ্র বাণিজ্যের ওপর একক কর্তৃত্ব আরোপ করে কারা ও কখন?
উত্তর: আরব বণিকরা অষ্টম সাধারণ অব্দ থেকে।
- মধ্যযুগেও বাংলার কোন বস্ত্র বিপুল খ্যাতি অর্জন করেছিল?
উত্তর: মসলিন।
- মধ্যযুগে সাধারণ মানুষ বিনিময় মাধ্যম হিসেবে কী ব্যবহার করত?
উত্তর: কড়ি।
- সতীদাহ প্রথা বিলোপ করেন কোন ভারতীয়?
উত্তর: রাজা রামমোহন রায়।
- মেগাস্থিনিস কর্তৃক লিখিত গ্রন্থের নাম কী?
উত্তর: ইন্ডিকা।
- পহেলা বৈশাখ বলতে কোন দিনকে বোঝায়?
উত্তর: বৈশাখ মাসের প্রথম দিন।
- উৎস বা উপাদানে প্রাপ্ত সব তথ্যই কি সত্য?
উত্তর: না, সত্য নয়।
- সাধারণ অব্দ বলতে বাংলার কোন সাল থেকে ধরা হচ্ছে?
উত্তর: ত্রয়োদশ সাল থেকে।
- তাম্র-প্রস্তর যুগের সভ্যতা কোনটি?
উত্তর: পাণ্ডু রাজার ঢিবি।
- বাংলার উত্তরাংশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?
উত্তর: মহাস্থানগড়।
- কী ইতিহাস রচনাকে বাধাগ্রস্ত করে থাকে?
উত্তর: অতিরঞ্জন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: কুষ্টিয়ায়।
- বাংলার প্রাচীনতম একটি সমুদ্রবন্দরের নাম কী?
উত্তর: তাম্রলিপ্তি।
- প্রাচীনে বাংলার পশ্চিমাঞ্চলে রাজধানী ছিল কোনটি?
উত্তর: কর্ণসুবর্ণ।
- বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকায়।
Related