সপ্তম শ্রেণির বাংলা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি: কার্যকর টিপস ও কৌশল 2024

সপ্তম শ্রেণির বাংলা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি: কার্যকর টিপস ও কৌশল

সপ্তম শ্রেণির বাংলা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এখন থেকে নিতে হবে। এই ব্লগ পোস্টে, আমরা আলোচনা করব কীভাবে সপ্তম শ্রেণির বাংলা প্রস্তুতি নিতে হবে, যাতে আপনি বাংলা বার্ষিক পরীক্ষা প্রস্তুতি সঠিকভাবে করতে পারেন এবং ভালো ফলাফল অর্জন করতে পারেন।

বাংলা পরীক্ষা সাধারণত রচনা, গদ্য, কবিতা, ব্যাকরণ এবং বিভিন্ন সাহিত্য বিষয় নিয়ে থাকে। তাই বাংলা রচনা প্রস্তুতি এবং বাংলা গদ্য কবিতা ব্যাখ্যা শিখতে হবে ভালোভাবে।

পরীক্ষার বাংলা পরীক্ষার সিলেবাস অনুযায়ী, প্রতিটি বিষয় ভালোভাবে পড়ে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা ও মূল ধারণা আয়ত্ত করতে হবে।

এই ব্লগ পোস্টে আপনি জানতে পারবেন কীভাবে নিয়মিত অধ্যয়ন, অধ্যাপক এবং সহপাঠীদের সহযোগিতা, এবং সঠিক বাংলা প্রস্তুতির কৌশল আপনাকে সাহায্য করবে বার্ষিক পরীক্ষার জন্য বাংলা প্রস্তুতি নিতে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজে নিয়মিত বিভিন্ন তথ্য পাবেন।

সপ্তম শ্রেণি

বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর

১। ‘ছিন্ন মুকুল’ কবিতার লেখকের নাম কী?
ক) সত্যেন্দ্রনাথ দত্ত
খ) কাজী নজরুল ইসলাম
গ) আল মাহমুদ
ঘ) বন্দে আলী মিয়া
উত্তর: ক) সত্যেন্দ্রনাথ দত্ত

২। ‘ছিন্ন মুকুল’ কী ধরনের রচনা?
ক) ছড়া
খ) কবিতা
গ) গল্প
ঘ) পদ্য
উত্তর: খ) কবিতা

৩। ‘ছন্দের জাদুকর’ বলা হয় কাকে?
ক) সমর সেন
খ) সত্যেন সেন
গ) জীবনানন্দ দাশ
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর: ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

৪। সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৮২
খ) ১৯৮৩
গ) ১৯৮৪
ঘ) ১৮৮৫
উত্তর: ক) ১৮৮২

৫। সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে মারা যান?
ক) ১৯১৯
খ) ১৯২০
গ) ১৯২১
ঘ) ১৯২২
উত্তর: ঘ) ১৯২২

৬। ‘কত দিকে কত কারিগর’ অর্থ কী?
ক) বলদ গরু
খ) দামড়া ছাগল
গ) দাম কমা
ঘ) দামড়া মহিষ
উত্তর: ক) বলদ গরু

আরো পড়ুন  ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব

৭। মাটির নকশা তৈরি হয় কী দিয়ে?
ক) বালি দিয়ে
খ) কাদার তাল দিয়ে
গ) কাঠ দিয়ে
ঘ) বেত দিয়ে
উত্তর: খ) কাদার তাল দিয়ে

৮। মাটির কাজ করা পাটা কী কাজে ব্যবহৃত হয়?
ক) দেয়াল সাজাবার জন্য
খ) খেলনার জন্য
গ) আসবাবপত্র হিসেবে
ঘ) তৈজসপত্র হিসেবে
উত্তর: ক) দেয়াল সাজাবার জন্য

৯। সৈয়দ শামসুল হক কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক) ২০১৩
খ) ২০১৪
গ) ২০১৫
ঘ) ২০১৬
উত্তর: ঘ) ২০১৬

১০। কার মাথায় মুকুট লাগানো?
ক) পালমশাইয়ের
খ) লেখকের
গ) রবীন্দ্রনাথের
ঘ) চাঁদ সওদাগরের
উত্তর: ঘ) চাঁদ সওদাগরের

১১। ‘কতদিকে কত কারিগর’ রচনাটিতে কেন্দ্রীয় চরিত্র কোনটি?
ক) লেখক
খ) বঙ্গবন্ধু
গ) রবীন্দ্রনাথ
ঘ) পালমশাই
উত্তর: ঘ) পালমশাই

১২। ‘কতদিকে কত কারিগর’ রচনায় কার নাম প্রথমে এসেছে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) মওলানা ভাসানী
ঘ) জয়নুল আবেদিন
উত্তর: ক) রবীন্দ্রনাথ ঠাকুর

১৩। পালমশাইয়ের কবি, সাহিত্যিকদের নিয়ে কাজ করার মাঝে কী ফুটে উঠেছে?
ক) সুপ্রাচীনকাল থেকে বাংলার লোকশিল্পের চর্চা
খ) সুপ্রাচীনকাল থেকে বাংলার কারুশিল্পের চর্চা
গ) সুপ্রাচীনকাল থেকে বাংলার চিত্রশিল্পের চর্চা
ঘ) সুপ্রাচীনকাল থেকে বাংলার লোকগীতির চর্চা
উত্তর: ক) সুপ্রাচীনকাল থেকে বাংলার লোকশিল্পের চর্চা

১৪। কখন থেকে এ দেশের গ্রামে গ্রামে লোকশিল্পের চর্চা হয়ে এসেছে?

  • ক) প্রাচীনকাল থেকে
  • খ) মধ্যযুগ থেকে
  • গ) আদিমকাল থেকে
  • ঘ) আধুনিককাল থেকে
    উত্তর: ক) প্রাচীনকাল থেকে

১৫। ‘কতদিকে কত কারিগর’ রচনায় কতজন কবির কথা উল্লেখ আছে?

  • ক) ২ জন
  • খ) ৩ জন
  • গ) ৪ জন
  • ঘ) ৫ জন
    উত্তর: খ) ৩ জন

এককথায় উত্তর

১। ‘ছিন্ন মুকুল’ কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘কুহু ও কেকা’ কাব্য থেকে।

২। ‘ঘোচা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘শেষ হওয়া’।

৩। ‘ছিন্ন’ শব্দটিকে ‘চিন্ন’ বললে কোন ধ্বনি পরিবর্তিত হয়েছে?
উত্তর: মহাপ্রাণ থেকে অল্পপ্রাণ।

আরো পড়ুন  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে নিজেদের মতামত লিখি | ৮ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান

৪। ‘মুকুল’ শব্দে ‘ক’ ধ্বনিটির উচ্চারণে কী ধ্বনি সৃষ্টি হয়েছে?
উত্তর: অল্পপ্রাণ ধ্বনি।

৫। কুমোররা কী টিপে টিপে পাখা তৈরি করছে?
উত্তর: কাদার তাল।

৬। সৈয়দ শামসুল হক কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২০১৬ সালে।

৭। ‘কতদিকে কত কারিগর’ রচনার ধরন কী?
উত্তর: গল্প।


১। নিচের কোনটি সমাস সাধিত শব্দ?
ক) ভরপেট
খ) নিমরাজি
গ) অভিজাত
ঘ) হাতঘড়ি
উত্তর: ঘ) হাতঘড়ি

২। সীমা বই পড়ছে আর হাবীবা ঘর গোছাচ্ছে এটি কোন ধরনের বাক্য?
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) মিশ্র বাক্য
উত্তর: গ) যৌগিক বাক্য

৩। কোনটি উপসর্গ-সাধিত শব্দ?
ক) জাত
খ) পরীক্ষা
গ) পাগলামি
ঘ) নিমরাজি
উত্তর: ঘ) নিমরাজি

৪। ‘অজানা অচেনা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না।’ এ বাক্যে উপসর্গযুক্ত শব্দ রয়েছে কয়টি?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
উত্তর: খ) তিন

৫। কোনটির নিজের কোনো অর্থ নেই?
ক) সমাস
খ) প্রতিশব্দ
গ) উপসর্গ
ঘ) অনুসর্গ
উত্তর: গ) উপসর্গ

৬। একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে কী বাক্য বলে?
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) মিশ্র বাক্য
উত্তর: গ) যৌগিক বাক্য

৭। ঋণের ভারে লোকটি জর্জরিত। এ বাক্যে ‘ভার’ শব্দটি গৌণ অর্থে কোনটি বোঝাচ্ছে?
ক) ওজন
খ) চাপ
গ) দায়িত্ব
ঘ) বেজার
উত্তর: গ) দায়িত্ব

৮। ‘পাঠক’ শব্দের প্রত্যয় বিন্যাস কোনটি?
ক) পট্ + অক
খ) পাঠ + অক
গ) পাঠ + নক
ঘ) পট্ + অক
উত্তর: খ) পাঠ + অক

৯। যদি তুমি আস, তবে আমি যাব – কোন ধরনের বাক্য?
ক) জটিল
খ) সরল
গ) যৌগিক
ঘ) সংযুক্ত বাক্য
উত্তর: ক) জটিল

১০। যেসব শব্দের প্রথম অংশ সাধারণ কোনো অর্থ প্রকাশ করে না; কিন্তু দ্বিতীয় অংশের সুনির্দিষ্ট অর্থ থাকে, সেসব শব্দকে কী বলা হয়?
ক) সমাস
খ) উপসর্গ
গ) প্রত্যয়
ঘ) অনুসর্গ
উত্তর: খ) উপসর্গ

আরো পড়ুন  প্রাত্যহিক জীবনে সেট | ৯ম শ্রেণির গণিত সমাধান ২০২৪

১১। যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন, সেসব শব্দকে কী বলা হয়?
ক) সমাস
খ) প্রত্যয়
গ) উপসর্গ
ঘ) অনুসর্গ
উত্তর: খ) প্রত্যয়

১২। ‘নদী’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক) সাগর
খ) তটিনী
গ) শশী
ঘ) সমুদ্র
উত্তর: খ) তটিনী

১৩। বিবৃতিবাচক বা অনুজ্ঞাবাচক বাক্যের শেষে কী বসে?
ক) কমা
খ) বিন্দু
গ) দাঁড়ি
ঘ) কোলন
উত্তর: গ) দাঁড়ি

১৪। নিচের কোন যতিচিহ্নগুলো কণ্ঠস্বরের ওঠানামা নির্দেশ করে?
ক) কমা ও সেমিকোলন
খ) ড্যাশ ও হাইফেন
গ) বিন্দু ও কমা
ঘ) বিস্ময়চিহ্ন ও প্রশ্নচিহ্ন
উত্তর: ঘ) বিস্ময়চিহ্ন ও প্রশ্নচিহ্ন

১৫। যেসব বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না, সেগুলোকে কী বলে?
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) সংযুক্ত বাক্য
উত্তর: খ) জটিল বাক্য


সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর

১। যেসব শব্দের দুটি অংশই অর্থযুক্ত, সেসব শব্দকে কী বলা হয়?
উত্তর: সেসব শব্দকে সমাস সাধিত শব্দ বলা হয়।

২। “কথাটি সত্য নয়।” বিপরীত শব্দ প্রয়োগ করে বাক্যটি তৈরি করো।
উত্তর: কথাটি মিথ্যা নয়।

৩। “পথের পাশে একটা বিশাল বটগাছ।” এ বাক্যে ‘পথ’ শব্দটির মুখ্য অর্থ কী?
উত্তর: রাস্তা।

৪। “বাইরে ঠাণ্ডা, গরম কাপড় পরে বের হও।” এ বাক্যে ‘গরম’ শব্দটির গৌণ অর্থ কী?
উত্তর: শীত নিবারক।

৫। পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়?
উত্তর: সেমিকোলন (;)।

৬। যোজক কোন বাক্যে ব্যবহৃত হয়?
উত্তর: যৌগিক বাক্যে।

৭। যেসব বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে কী বলা হয়?
উত্তর: সরল বাক্য।

৮। “ভিখ + আরি = ভিখারি”। এটি কোন প্রক্রিয়ায় গঠিত শব্দ?
উত্তর: প্রত্যয় প্রক্রিয়ায়।

৯। প্রতিশব্দের অপর নাম কী?
উত্তর: সমার্থক শব্দ।

১০। প্রত্যয় শব্দের কোথায় বসে?
উত্তর: শব্দের শেষে।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন এখানে ক্লিক করুন

– Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
– Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে
– Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

আপনার কোনো সমস্যা বা কোন বিষয়ে পোস্ট চান সেটা নিচের বক্সে কমেন্ট করে জানান

মন্তব্য করুন