বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন আনছে ইনফিনিক্স । Infinix Hot 50 Pro Plus


দেশের বাজারে Infinix Hot 50 Pro Plus স্মার্টফোন উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে স্লিম স্মার্টফোন এটি। তরুণদের আধুনিক চাহিদা মেটাতে ডিভাইসে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন যুক্ত করা হয়েছে। এটি এমন এক ডিজাইন যা, স্লিম ও টেকসই বিষয়টিকে একত্র করেছে। ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস। যা ফোনটিকে করে তুলেছে সুরক্ষিত, স্ক্র্যাচ প্রতিরোধী। ফোনটিতে আছে শক্তিশালী হেলিও জি-১০০ প্রসেসর। যা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য দ্রুত ও কার্যকর পারফরম্যান্সের নিশ্চয়তা দিচ্ছে। ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে টিইউভি এসইউডি সার্টিফিকেশন থাকায় এটি পাঁচ বছর পর্যন্ত ল্যাগমুক্ত পারফরম্যান্স দেবে।

নিচে Infinix Hot 50 Pro Plus এবং এর স্পেসিফিকেশন দেওয়া হলো:

আরো পড়ুন  ফ্লাইট মোড কি ও কেন? জেনে নিন ফ্লাইট মোডে ইন্টারনেট চালানোর উপায় 2024
বিষয়বিবরণ
ডিসপ্লে৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা
ডিজাইনফেদারলাইট উইং ডিজাইন ও টাইটানউইং আর্কিটেকচার
প্রসেসরমিডিয়াটেক হেলিও জি১০০
র‌্যাম ও স্টোরেজ১৬ জিবি র‌্যাম (এক্সপান্ডেবল), ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
ব্যাটারি৫০০০ এমএএইচ, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং
ক্যামেরা (পেছনে)৫০ মেগাপিক্সেল প্রধান, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স
ক্যামেরা (সামনে)১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
ডিজাইন প্যাটার্নবিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড স্ক্রিন
রঙটাইটানিয়াম গ্রে, ড্রিমি পার্পল, স্লিক ব্ল্যাক
মূল্য২৩,৯৯৯ টাকা
অন্য মডেলহট ৫০ আই (১৩,৯৯৯ টাকা), হট ৫০ (১৬,৯৯৯ টাকা), হট ৫০ প্রো (১৮,৯৯৯ টাকা)


পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারিসহ, হট ৫০ প্রো প্লাস ফোনে রয়েছে ৩৩ ওয়ার্টের অ্যাডভান্সড ফাস্টচার্জ। ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য বাইপাস চার্জিং ও ওভারনাইট চার্জিং প্রোটেকশন সুবিধাও রয়েছে এতে। আইপি-৫৪ রেটিং প্রাপ্ত ডিভাইসটি ধুলা এবং পানি থেকে সুরক্ষা দেয় এবং ওয়েট ও গ্রিজি টাচ প্রিসিশন ফিচারটি ভেজা বা তৈলাক্ত অবস্থাতেও নির্ভুল টাচস্ক্রিনের সুবিধা দেবে।
স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

আরো পড়ুন  এখন ছবি খুঁজুন হোয়াটসঅ্যাপে; জেনে নিন উপায়

Infinix Hot 50 Pro Plus এর দাম কত?

টাইটানিয়াম গ্রে, ড্রিমি পার্পল এবং স্লিক ব্ল্যাক এই তিন রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। দেশের বাজারে অফিসিয়াল রিটেইল স্টোর, ব্র্যান্ড স্টোর ও অনলাইনে ফোনটি পাওয়া যাচ্ছে ২৩ হাজার ৯৯৯ টাকায়। পাশাপাশি হট ৫০ সিরিজের অন্যান্য মডেল— হট ৫০ আই, হট ৫০, এবং হট ৫০ প্রো যথাক্রমে ১৩ হাজার ৯৯৯ টাকা, ১৬ হাজার ৯৯৯ টাকা এবং ১৮ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন এখানে ক্লিক করুন

– Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
– Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে
– Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

আপনার কোনো সমস্যা বা কোন বিষয়ে পোস্ট চান সেটা নিচের বক্সে কমেন্ট করে জানান

মন্তব্য করুন