সার্চ ইঞ্জিনের মতো তথ্য খোঁজা যাবে চ্যাটজিপিটিতে

চ্যাটজিপিটিতে নতুন এআই সার্চ ফিচার: এখন সহজেই ওয়েব থেকে তথ্য খুঁজে পাবেন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিদিন নতুন নতুন চমক নিয়ে আসছে, আর ওপেনএআই তার চ্যাটজিপিটি প্ল্যাটফর্মে সম্প্রতি এমন একটি সুবিধা চালু করেছে যা ব্যবহারকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করবে। চ্যাটজিপিটিতে এখন রয়েছে একটি নতুন এআই সার্চ ফিচার, যা ব্যবহারকারীদের ওয়েব থেকে সরাসরি হালনাগাদ এবং প্রাসঙ্গিক তথ্য খুঁজে পেতে সাহায্য করবে।

শুরুতে এই সুবিধাটি পেইড গ্রাহকদের জন্য চালু করা হলেও, ওপেনএআই জানিয়েছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি বিনামূল্যে এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হবে।

আরো পড়ুন  এখন ছবি খুঁজুন হোয়াটসঅ্যাপে; জেনে নিন উপায়

কীভাবে কাজ করবে এই নতুন সার্চ ফিচার?

এখন থেকে, চ্যাটজিপিটি ব্যবহারকারীরা শুধু তাদের প্রশ্নই করবেন না, বরং চ্যাটজিপিটি স্বয়ং ওয়েব থেকে সরাসরি তথ্য খুঁজে এনে তাদের প্রশ্নের উত্তর দেবে। উদাহরণ হিসেবে ধরুন, আপনি যদি কোনো সাম্প্রতিক খবর বা বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে জানতে চান, চ্যাটজিপিটি সেই তথ্য সরাসরি ইন্টারনেট থেকে খুঁজে বের করবে এবং আপনাকে সঠিক উত্তর দেবে। এর মানে হল, এখন আপনি শুধু চ্যাটবটের সাথে কথা বলেই দ্রুত এবং সহজে বিভিন্ন বিষয়ের তথ্য পেতে পারবেন।

এছাড়া, ব্যবহারকারীরা চাইলে ম্যানুয়ালি সার্চও করতে পারবেন, অর্থাৎ চাইলে তারা নিজেরাও ওয়েব সার্চ করতে পারেন চ্যাটজিপিটির মাধ্যমে। এমনকি চ্যাটজিপিটি সেই সব তথ্যের সোর্স বা উৎসও সরাসরি দেবে, যাতে আপনি সেই তথ্যের সত্যতা যাচাই করতে পারেন। প্রতি চ্যাটের শেষে থাকবে উৎসের লিংক, যাতে এক ক্লিকে আপনি সেই প্রাসঙ্গিক ব্লগ পোস্ট বা সংবাদ প্রতিবেদন দেখতে পারবেন।

আরো পড়ুন  ফোন চার্জে বসানোর আগে খেয়াল রাখুন ৩ বিষয়

প্রতিযোগিতায় থাকবে মাইক্রোসফট কো-পাইলট এবং গুগল জেমিনির সাথে

এটি শুধু চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নয়, বরং ওপেনএআইয়ের এই নতুন সার্চ ফিচারটি মাইক্রোসফটের কো-পাইলট এবং গুগলের জেমিনির মতো অন্য বড় এআই প্ল্যাটফর্মের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। ওপেনএআই জানিয়েছে, এই সার্চ প্রযুক্তিটি এমন একটি উন্নত মডেল ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা তাদের জিপিটি-৪ সংস্করণে ভিত্তি করে কাজ করছে। এর মাধ্যমে, ব্যবহারকারীরা আরও গভীরভাবে তথ্য অনুসন্ধান করতে পারবেন এবং সেই তথ্যের উৎসও খুব সহজেই খুঁজে পাবেন।

ব্যবহারকারীদের জন্য সহজলভ্য

এখন চ্যাটজিপিটি প্লাস এবং টিম গ্রাহকরা আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ এবং ম্যাকওএস—এ সব প্ল্যাটফর্মেই এই নতুন সুবিধাটি ব্যবহার করতে পারবেন। চ্যাটজিপিটির এই আপডেটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটি দ্রুত, সঠিক এবং প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করতে পারে।

আরো পড়ুন  উপায় একাউন্ট খুললেই 75 টাকা

চ্যাটজিপিটি থেকে আরও কীভাবে উপকৃত হতে পারেন?

এখন চ্যাটজিপিটি শুধু আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই নয়, বরং আরও কার্যকরভাবে তথ্য খুঁজে বের করার মাধ্যম হিসেবে কাজ করবে। এটি বিশেষভাবে দারুণ হবে যখন আপনি এমন কিছু তথ্য খুঁজছেন যা গতকাল বা আজকের মধ্যে প্রকাশিত হয়েছে—যা হয়তো পূর্ববর্তী ভার্সনে ছিল না।

এক কথায়, চ্যাটজিপিটি এখন হয়ে উঠেছে শুধু একটি চ্যাটবট নয়, বরং একটি শক্তিশালী, স্মার্ট সার্চ টুল, যা আপনাকে ওয়েব থেকে সঠিক এবং প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে সাহায্য করবে।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন এখানে ক্লিক করুন

– Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
– Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে
– Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

আপনার কোনো সমস্যা বা কোন বিষয়ে পোস্ট চান সেটা নিচের বক্সে কমেন্ট করে জানান

মন্তব্য করুন