হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস রিপ্লাই বার

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস রিপ্লাই বার

এবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস রিপ্লাই বার এলো। হোয়াটসঅ্যাপের নতুন এই আপডেট টি বেটা ভার্সনে উন্মুক্ত করা হয়েছে। এর পাশাপাশি এসেছে এইচডি স্ট্যাটাস করার সুবিধা। এর ফলে এখন থেকে স্ট্যাটাস শেয়ার করা ও রিপ্লাই করা আরও সহজ হবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ইন্সটাগ্রামে শেয়ার করার ফিচারের পাশাপাশি চ্যাট ফিল্টার নামক নতুন একটি ফিচার আসতে পারে বলে জানা গিয়েছে।

নতুন স্ট্যাটাস রিপ্লাই বার

আগে স্ট্যাটাসে রিপ্লাই দিতে হলে সোয়াপ করে এরপর রিপ্লাই দিতে হতো। এটা অনেকটা আনকম্ফোর্টেবল ছিলো। কিন্তু এবারের এ আপডেট এ সমস্যাটা সমাধান করা হয়েছে। এখন থেকে সোয়াপ আপ এর বদলে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস এ ও একটা রিপ্লাই বার থাকবে। যার ফলে রিপ্লাই দেয়া আগের তুলনায় সহজ ও সুবিধাজনক হবে।

আরো পড়ুন  ফোন চার্জে বসানোর আগে খেয়াল রাখুন ৩ বিষয়

এখন থেকে আপনি নিচের ওই বারটিতে ক্লিক করে দ্রুত ও সহজেই রিপ্লাই দিতে পারবেন। বর্তমানে এটি বেটা ভার্সনে রয়েছে। খুব শীঘ্রই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে

এইচডি স্ট্যাটাস আপডেট

এবার থেকে স্ট্যাটাসে হাই-কোয়ালিটি এইচডি ছবি ও ভিডিও শেয়ার করা যাবে। আর এ লক্ষ্যে ই হোয়াটসঅ্যাপে এবার আসছে এইচডি স্ট্যাটাস দেয়ার সুবিধা। এই সুবিধার ফলে স্ট্যাটাসগুলো হবে এখন অনেক বেশি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। পাশাপাশি এখন থেকে উচ্চ মানসম্পন্ন ছবি ও ভিডিও শেয়ার করাও সম্ভব হবে। বর্তমানে এটিও বেটা ফিচারে রয়েছে। খুব শীঘ্রই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন এখানে ক্লিক করুন

– Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
– Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে
– Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

আপনার কোনো সমস্যা বা কোন বিষয়ে পোস্ট চান সেটা নিচের বক্সে কমেন্ট করে জানান

মন্তব্য করুন