ফোন থেকে তথ্য চুরি রোধ করবেন যেভাবে

ফোন থেকে তথ্য চুরি রোধ করবেন যেভাবে
ফোন থেকে তথ্য চুরি রোধ করবেন যেভাবে

ফোন থেকে তথ্য চুরি রোধ করবেন যেভাবে

যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তারা সাধারণত গুগল প্লে স্টোর থেকে অ্যাপ গুলো ইন্সটল করে থাকেন। তবে আপনি জেনে হয়তো অবাক হবেন যে গুগল প্লে স্টোরের অ্যাপে ও অনেক সময় নিরাপত্তাজনিত সমস্যা থাকতে পারে। প্রায়ই নিরাপত্তাবিশ্লেষকেরা ঝুঁকিপূর্ণ অ্যাপের তালিকা তৈরি করে থাকেন।  তাই এসব অ্যাপগুলো ইন্সটল করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যেকোনো অ্যাপ ইন্সটল করার সময়

  • অ্যাপের রেটিং দেখুন: অ্যাপের ক্ষেত্রে রেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেটিং একটি অ্যাপের ভালো মন্দ দিক তুলে ধরে। একে অনেকটা অ্যাপের ইন্ডিকেটর বলা চলে।
  • ডাউনলোড হওয়ার পরিমান দেখুন: একটি অ্যাপ কতবার ডাউনলোড হয়েছে সেটিও অনেক সময় অ্যাপটি কতটুকু নির্ভরযোগ্য সেটা প্রমান করে।
  • ব্যবহারকারীদের রিভিউ দেখুন: অ্যাপের রিভিউ সেকশনে ব্যবহারকারীরা অ্যাপ নিয়ে ভালোমন্দ মতামত প্রকাশ করে থাকে। রিভিউ গুলো দেখার মাধ্যমে একটি অ্যাপের বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

যদি অ্যাপের রিভিউ ভালো, রেটিং ভালো এবং ডাউনলোডের পরিমান ভালো হয় তাহলে আপনি অ্যাপটি ইন্সটল করতে পারেন। আর একই ধরনের অনেকগুলো অ্যাপের মধ্যে যেটির রেটিং, রিভিউ, ডাউনলোডের পরিমান ভালো সেটি ডাউনলোড করুন।

ফোন থেকে তথ্য চুরি রোধ করার জন্য আপনাকে যেসব বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে তার মধ্যে অন্যতম হলো একটি অ্যাপ আপনার ফোনে কি কি এক্সেস চাচ্ছে সেটি চেক করা। যেমন ধরুন যদি দেখেন কোনো নোটবুক অ্যাপ কলের এক্সেস চাচ্ছে তাহলে সেটি সন্দেহজনক। আবার আবহাওয়ার আপডেট দেয়ার অ্যাপ যদি মাইক্রোফোন, কল কিংবা ক্যামেরার এক্সেস চায় তাহলেও সেটি সন্দেহজনক। এরপর কোনো গেম যেটির ফাইল ম্যানেজার বা কল এর এক্সেস প্রয়োজন নেই। সেটি যদি এসব এক্সেস চায় তাহলে বিষয়টি সন্দেহজনক।

তাই যেকোনো অ্যাপ ইন্সটল করার পর সর্বপ্রথম চেক করুন যে সেই অ্যাপটি কি কি ব্যবহারের অনুমতি আপনার কাছে চাচ্ছে। যদি অ্যাপটি তার ব্যবহারসীমার বাইরে কোনো কিছুর এক্সেস চায় তাহলে তাড়াতাড়ি সেই অ্যাপটির এক্সেস বন্ধ করে দিন ও অ্যাপটি আনইন্সটল করে দিন।

যেভাবে ফোনের অতিরিক্ত এক্সেস বন্ধ করবেন

  • অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যান
  • স্মার্টফোনের অ্যাপস বা অ্যাপ্লিকেশন ম্যানেজার অংশে যান
  • তালিকায় থাকা সন্দেহভাজন অ্যাপে ক্লিক করুন
  • পারমিশন অংশে যান
  • সেখানে যেগুলোর অনুমতি দিতে চান না, তা বন্ধ করে দিন

এখানে যদি দেখেন অ্যাপটি ডিফল্টভাবে বেশি অনুমতি চাচ্ছে , অর্থাৎ ওই এক্সেসগুলো না দিলে অ্যাপটি চলবে না। তাহলে ফোন থেকে তথ্য চুরি রোধরার জন্য দ্রুত অ্যাপটি আনইন্সটল করে দিন।

ফোন থেকে তথ্য চুরি রোধরার উপায়

  • অ্যাপ ডাউনলোড করার সময় সবসময় গুগল প্লে স্টোর ব্যবহার করুন।
  • অপরিচিত কোনো সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
  • অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে ট্রাস্টেড ওপেনসোর্স কে প্রাধান্য দিন।
  • যেকোনো অ্যাপ ইন্সটল করার পর সেটি কি কি এক্সেস নিচ্ছে সেটি চেক করুন
  • আপনার ফোনটি সবসময় আপ টু ডেট রাখুন।
  • কখনো কোনো প্রকার লোভনীয় লিংকে ক্লিক করবেন না।
  • সবসময় ফোনে পাসওয়ার্ড বা পিন ব্যবহার করুন।

ফোনে ম্যালওয়্যার আছে বলে মনে করলে কি করবেন?

  • আপনার ফোনের বিল্টইন নিরাপত্তা সফটওয়্যার দিয়ে ফোনটি চেক করুন। এরপর ক্ষতিকর কিছু পাওয়া গেলে সেটি রিমুভ করুন
  • আপনার ফোনটিকে রিস্টার্ট করুন।
  • আপনার ফোনের ডেটাগুলো ব্যাকআপ করে ফোনটিকে Factory Data Reset করুন।

সর্বোপরি ফোন থেকে তথ্য চুরি রোধরার জন্য নিজেকে সবসময় সচেতন থাকতে হবে। নতুবা আপনার গোপনীয় তথ্য খুব সহজেই ছটিয়ে পড়তে পারে নেট দুনিয়ায়। যেহেতু ফোন আপনার তাই ফোন থেকে তথ্য চুরি রোধরার দায়িত্ব ও আপনার। সতরাং যেকোনো অ্যাপ ইন্সটল করার আগে আপনার ডিভাইসের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখুন।

Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে এই লিংকে
Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top