উপায় একাউন্ট খুললেই 75 টাকা
সূচিপত্র
উপায় অ্যাপ ডাউনলোড করে উপায় একাউন্ট খুললেই 75 টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড পাচ্ছেন! এজন্য প্রথমেই আপনাকে উপায় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তাই প্লে-স্টোর ও অ্যাপ স্টোর থেকে উপায় অ্যাপটি ডাউনলোড করুন। উপায় অ্যাপটি ডাউনলোড লিংকটি হচ্ছেঃ https://upaybd.page.link/Download
- রেজিস্ট্রেশন করার ৭ দিনের মধ্যে পিন সেট করলেই পাবেন ২০ টাকা ক্যাশ রিওয়ার্ড।
- ফটো ভেরিফিকেশন এর ৩০ দিনের মধ্যে সর্বনিম্ন ৫০০ টাকা ক্যাশ ইন/ অ্যাড মানি করলে পাবেন ২০ টাকা ক্যাশ রিওয়ার্ড।
- ফটো ভেরিফিকেশন এর ৩০ দিনের মধ্যে নিজ নম্বরে সর্বনিম্ন ৪০ টাকা মোবাইল রিচার্জ করলে পাবেন ২০ টাকা ক্যাশ রিওয়ার্ড।
- ফটো ভেরিফিকেশন এর ৩০ দিনের মধ্যে সর্বনিম্ন ১০০ টাকা বিল পেমেন্ট করলে পাবেন ১৫ টাকা ক্যাশ রিওয়ার্ড।
বিল পেমেন্ট অফারটি শুধুমাত্র ইউটিলিটি বিল পেমেন্ট- গ্যাস, পানি, বিদ্যুৎ এর জন্য প্রযোজ্য ( তিতাস,ইন্টারনেট, ক্যাবল টিভি, ক্রেডিট কার্ড পেমেন্ট এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না)
ক্যাশ রিওয়ার্ড এর শর্তাবলীঃ
- ২১শে মে, ২০২৩ থেকে যারা সেলফ রেজিস্ট্রেশন করবেন তারা এই অফারটির জন্য বিবেচিত হবেন।
- এই ক্যাম্পেইন চলার সময়ে একজন গ্রাহক শুধুমাত্র একবার এই রিওয়ার্ড পাওয়ার জন্য বিবেচিত হবেন।
- উপরের শর্তগুলো পূরণ করার সাথে সাথে গ্রাহকের ক্যাশ রিওয়ার্ড তার ওয়ালেটে চলে যাবে।
- গ্রাহকরা অ্যাপের অ্যাকাউন্ট পেইজ থেকে “ক্যাশ রিওয়ার্ড” ব্যালেন্স চেক করতে পারবেন এবং ইউএসএসডি ইউজাররা “My upay” অপশন থেকে “ক্যাশ রিওয়ার্ড” চেক করতে পারবেন।
- উপায় ক্যাম্পেইনের সকল ধরনের শর্ত যেকোনো সময় কতৃপক্ষ চাইলে পরিবর্তন/পরিবর্ধন করতে পারে অথবা ক্যাশ রিওয়ার্ড বাতিল করতে পারে যদি কোনো নির্দিষ্ট লেনদেন সন্দেহজনক বা গ্রাহক যদি কোনো সুবিধার অপব্যবহার করছে বলে মনে হয়।
- ক্যাশ আউট, সেন্ড মানি এবং ফান্ড ট্রান্সফার ছাড়া গ্রাহক এই ক্যাশ রিওয়ার্ড যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। এই রিওয়ার্ড গ্রাহকরা বিল পে, মার্চেন্ট পেমেন্ট অথবা মোবাইল রিচার্জ করতে ব্যবহার করতে পারবেন।
- ক্যাশ রিওয়ার্ডের মেয়াদ ৯০ দিন পর্যন্ত থাকবে।
– Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন।
– Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন।
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে এই লিংকে
– Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।
শেয়ার করুন