বৃটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ও ইতিহাসবিদদের ধারণা | ৮ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান

বৃটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ও ইতিহাসবিদদের ধারণা
বৃটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ও ইতিহাসবিদদের ধারণা

আজকের আলোচ্য বিষয় হচ্ছে বৃটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ও ইতিহাসবিদদের ধারণা নামক ৮ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই এর সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় অধ্যায় থেকে পৃষ্ঠা ৬১ এর দলগত কাজ ২ এর সমাধান।

দলগত কাজ ২

আমরা দলে বসি। উপরের লেখাগুলো পড়ে আমরা দলগতভাবে আলোচনা করে বৃটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ও ইতিহাসবিদদের ধারণা কী তা নির্ণয় করব? আমরা প্রয়োজনে অন্য পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রতিবেদন, বই, পত্রিকা, আর্টিকেল ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করতে পারি।

আমরা তথ্য খুঁজি:

১. বৃটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ
২. ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজ

আমরা দলে আলোচনা করে এই দুই ধরনের প্রেক্ষাপটে প্রাপ্ত মতামতের ভিন্নতা যাচাই করব।

ক. মতামতের ভিন্নতা হবার কারণ।
খ. লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামতের প্রভাব।

দলগত কাজ ২ এর সমাধান

বৃটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ও ইতিহাসবিদদের ধারণা নামক দলগত কাজ এর সমাধান এখানে যেভাবে লেখা হয়েছে তোমরা ঠিক সেভাবে তোমরা তোমাদের খাতায় লিখতে পারো। পাশাপাশি চাইলে তোমরা আরো কিছু তথ্য নিজেরাও যোগ করে নিতে পারো।

বৃটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ও ইতিহাসবিদদের ধারণা কী তা নির্ণয়

উপরের লেখাগুলো পড়ে আমরা দলগতভাবে আলোচনা করে বৃটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ও ইতিহাসবিদদের ধারণা কী তা নির্ণয় করতে পারি:

১. বৃটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ:

  • ব্রিটিশরা ভারতকে একটি ‘অনুন্নত’ ও ‘জংলী’ দেশ হিসেবে দেখত।
  • ইংরেজ শিক্ষাব্যবস্থার মাধ্যমে ‘দোভাষী’ শ্রেণি তৈরি করার কথা ভাবতো।
  • ব্রিটিশরা মনে করত যে, তাদের শাসন ভারতের জন্য ‘আশীর্বাদ’।
  • ব্রিটিশরা ভারতে ‘সভ্যতা’ ও ‘শিক্ষা’ ছড়িয়ে দেওয়ার কথা বলত।

২. ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজ:

  • ভারতীয়দের মধ্যে ব্রিটিশদের প্রতি মতামত বিভিন্ন ছিল।
  • কিছু ভারতীয় ব্রিটিশ শাসনকে ‘অত্যাচারী’ ও ‘শোষণমূলক’ বলে মনে করত।
  • ইংরেজ শিক্ষাব্যবস্থার মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে ভাবতো অনেকে।
  • অন্যদিকে, কিছু ভারতীয় ব্রিটিশ শাসনকে ‘আধুনিকায়নের’ মাধ্যম হিসেবে দেখত।
  • সামাজিক সংস্কারে ইতিবাচক ভূমিকা রেখেছে বলেও মনে করতো অনেকে।

ক.মতামতের ভিন্নতা হবার কারণ:

ঔপনিবেশিকতার প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি:

  • ব্রিটিশরা ঔপনিবেশিক শাসনকে সভ্যতাকরণের মিশন হিসেবে দেখেছিল।
  • অনেক ভারতীয় ঔপনিবেশিক শাসনকে শোষণ ও দমন হিসেবে দেখেছিল।

ঐতিহাসিক প্রেক্ষাপট:

  • ব্রিটিশ শাসনকালে ভারতে বহু ঘটনা ঘটেছিল যা বিভিন্ন লেখকের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল।

লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা:

  • লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা তার মতামতকে প্রভাবিত করতে পারে।

খ. লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামতের প্রভাব:

রাজা রামমোহন রায়, একজন ভারতীয় সমাজ সংস্কারক, সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন। ব্রিটিশ সরকার কর্তৃক এই প্রথা বন্ধ করার ফলে তিনি কৃতজ্ঞ ছিলেন।
ব্রিটিশ অর্থনীতিবিদ আঙ্গুস ম্যাডিসন, ঔপনিবেশিক শাসনকালে ভারতের অর্থনৈতিক অবনতির উপর গবেষণা করেছিলেন।

তথ্য সংগ্রহের উৎস:

  • পাঠ্যপুস্তক
  • ওয়েবসাইট
  • পত্রিকা

Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে
Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

শেয়ার করুন
কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *