অস্বীকৃতিজ্ঞাপন

Techprithibi এর অস্বীকৃতিজ্ঞাপনঃ

Techprithibi একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট যা প্রযুক্তি সম্পর্কিত খবর, টিউটোরিয়াল, এবং রিভিউ প্রদান করে। এই অস্বীকৃতিজ্ঞাপন নীতিটি পড়ার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটটি ব্যবহার করার সময় ওয়েবসাইটটিতে প্রদত্ত তথ্যের সঠিকতা, সম্পূর্ণতা বা প্রাসঙ্গিকতা ও প্রাসঙ্গিক নীতিমালা সম্পর্কে আগেই জেনে থাকতে পারেন।

ওয়েবসাইটে প্রদত্ত তথ্য

ওয়েবসাইটে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে ব্যবহারের জন্য । এর তথ্যসমূহ সবসময় কোনো পেশাদার পরামর্শ হিসাবে বিবেচিত করবেন না। সকল ব্যাপারে আপনার নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করাই শ্রেয়। যেকোনো জটিল বিষয়ে অবশ্যই কোনো পেশাদারের পরামর্শ নিন ।

ওয়েবসাইটের ব্যবহার

ওয়েবসাইটটি ব্যবহার করার সময়, আপনি নিম্নলিখিত শর্তাবলী অনুসরন করতে পারেন:

  • আপনি ওয়েবসাইটের তথ্যসমূহ কেবলমাত্র ব্যক্তিগ ও অ-বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন। সকল তথ্যের দায় সম্পূর্ণ আপনার।
  • আপনি ওয়েবসাইটের তথ্যসমূহ কোনো উপায়ে পরিবর্তন বা বিকৃত করতে পারবেন না। করলে সেটার দায়ভার techprithibi নিবে না।
  • আপনি ওয়েবসাইটের তথ্যসমূহ অন্য কোনো ওয়েবসাইটে বা অন্য কোনো মিডিয়াতে হুবহু পুনঃপ্রকাশ করতে পারবেন না। এরূপ দেখলে আমরা DMCA বিধি মোতাবেক ব্যবস্থা নিতে পারি। তবে আপনি চাইলে সংযোজন বিয়োজন করে যেকোনো তথ্য ব্যবহার করতে পারেন।
  • আপনি ওয়েবসাইটের তথ্যসমূহ ব্যবহার করে কোনো ক্ষতি বা ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্য সকল দায় ও দায়িত্ব একান্তই আপনার।

ওয়েবসাইটের ত্রুটি বা অপূর্ণতা

ওয়েবসাইটে যেকোনো ত্রুটি বা অপূর্ণতা থাকতে পারে। আমরা এই ত্রুটি বা অপূর্ণতাগুলি সংশোধন করার জন্য সবসময় যথাসাধ্য চেষ্টা করি। তবুও আমরা আপনাকে এই নিশ্চয়তা দিতে পারি না যে ওয়েবসাইটটির সকল তথ্য সবসময় সঠিক বা সম্পূর্ণ হবে। এক্ষেত্রে ব্যবহারের দায় একান্তই আপনার।

ওয়েবসাইটের লিঙ্ক

ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলির লিঙ্ক থাকতে পারে। সকল লিঙ্ক আমরা যথাযথ চেক করে এরপর সংযুক্ত করি। তবুও আমরা এই তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলোর তথ্যের নির্ভরযোগ্যতার জন্য দায়ী নই।

আইনি সতর্কতা

ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে, আপনি নিম্নলিখিত আইনি সতর্কতাগুলি মেনে নেন:

  • আপনি ওয়েবসাইটের তথ্যসমূহ ব্যবহার করে কোনো আইন লঙ্ঘন করবেন না।
  • আপনি ওয়েবসাইটের তথ্যসমূহ ব্যবহার করে কোনো ব্যক্তি বা সংস্থার অধিকার লঙ্ঘন করবেন না।
  • আপনি ওয়েবসাইটের তথ্যসমূহ ব্যবহার করে কোনো ক্ষতি বা ক্ষতির জন্য দায়ী থাকবেন না।

এসকল বিষয়সমূহের দায় একান্তই আপনার। techprithibi এর কোনোরূপ দায়ভার বহন করে না।

পরিবর্তন

আমরা আমাদের যেকোনো নীতিমালা, গোপনীয়তা, শর্তাবলি সহ আমাদের সাইটের সকল বিষয়বস্তু যদি যেকোনো সময় নোটিশে কিংবা বিনা নোটিশে পরিবর্তন ও সংশোধন করার ক্ষমতা রাখি। তাই সকল বিষয়বস্তু সম্পর্কে সঠিকভাবে জেনে আপনাকে সম্মতি প্রদান করতে হবে।

আপনার যদি আমাদের ওয়েবসাইটের কার্যক্রম, নীতিমালা, শর্ত, অস্বীকৃতিজ্ঞাপন ইত্যাদি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

লগসমূহ

প্রকাশের তারিখঃ ১২ ডিসেম্বর ২০২৩ | রোজ: বুধবার 
Scroll to Top