কিভাবে বিকাশ অ্যাপে বায়োমেট্রিক লগইন চালু করবেন

কিভাবে বিকাশ অ্যাপে বায়োমেট্রিক লগইন চালু করবেন
কিভাবে বিকাশ অ্যাপে বায়োমেট্রিক লগইন চালু করবেন

কিভাবে বিকাশ অ্যাপে বায়োমেট্রিক লগইন চালু করবেন

ইতিমধ্যেই বাংলাদেশের প্রথম সারির জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে বিকাশ। সম্প্রতি তারা বিকাশ অ্যাপে নতুন ৫ ফিচার চালু করেছে। এসব ফিচার এর মধ্যে অন্যতম হলো বিকাশ অ্যাপে বায়োমেট্রিক লগইন ফিচার। এই বায়োমেট্রিক লগইন ফিচার এর মাধ্যমে গ্রাহকরা ‘ফেস আইডি’ অথবা ‘ফিঙ্গারপ্রিন্ট’ ব্যবহার করেই এখন থেকে লগইন করতে পারবেন। এই ফিচারটি চালু করার ফলে গ্রাহকদের লেনদেন আরও সহজ ও নিরাপদ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

গ্রাহকরা বিকাশ অ্যাপের লগইন স্ক্রিন অথবা প্রোফাইল থেকে বিকাশ অ্যাপে বায়োমেট্রিক লগইন সেবাটি চালু করতে পারবেন।

লগইন স্ক্রিন থেকে বায়োমেট্রিক লগইন সেবাটি চালু করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন।

১। প্রথমে বিকাশ অ্যাপে ঢুকে নিচের মতো চিহ্নে ক্লিক করে দিন

২। এরপর এখানে এসে পরবর্তী তে ক্লিক করে এগিয়ে যান

৩। এবার আপনার বিকাশ পিন দিয়ে বায়োমেট্রিক লগইন নিশ্চিত করুন

৪। এবার আপনার ফিঙ্গার প্রিন্ট বা ফেস দিন যাতে বায়োমেট্রিক লগইন সেটআপ করা যায়

৫। অভিনন্দন আপনার বায়োমেট্রিক লগইন চালু হয়েছে।

প্রোফাইল থেকে বায়োমেট্রিক লগইন

প্রোফাইল থেকে বায়োমেট্রিক লগইন সেবাটি চালু করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন।

১। প্রথমে বিকাশ অ্যাপে ঢুকে আপনার প্রোফাইল চিহ্নে ক্লিক করে দিন

২। প্রোফাইল থেকে টাচ/ফেস আইডি চালু অপশনে ক্লিক করুন

৩। এরপর পূর্বের অপশন ৩ এর পূনরাবৃত্তি করুন

এবার থেকে প্রতিবার লগইন করতে আর বারবার পিন দিতে হবে না। ডিভাইসে সেট করা ‘ফেস আইডি’ অথবা ‘ফিঙ্গারপ্রিন্ট’ ব্যবহার করেই এরপর থেকে গ্রাহকরা বিকাশ অ্যাপে বায়োমেট্রিক লগইন করতে পারবেন। প্রয়োজনমতো গ্রাহক আবার অ্যাপের প্রোফাইল থেকে এই ‘ফেস আইডি’ বা ‘ফিঙ্গারপ্রিন্ট’ সেবাটি বন্ধও করতে পারবেন।

Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে
Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top