বিকাশ অ্যাপে নতুন ৫ ফিচার চালু

বিকাশ অ্যাপে নতুন ৫ ফিচার চালু
বিকাশ অ্যাপে নতুন ৫ ফিচার চালু

বিকাশ অ্যাপে নতুন ৫ ফিচার চালু

ইতিমধ্যেই বাংলাদেশের প্রথম সারির জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে বিকাশ। সম্প্রতি তারা বিকাশ অ্যাপে নতুন ৫ ফিচার চালু করেছে। এসব ফিচার চালু করার ফলে গ্রাহকদের লেনদেন আরও সহজ ও নিরাপদ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বিকাশ অ্যাপে নতুন ৫ ফিচারগুলো হলো:

  • বায়োমেট্রিক লগইন
  • গ্রুপ সেন্ড মানি
  • রিকোয়েস্ট মানি
  • সেভিংস মার্কেটপ্লেস
  • ডিফল্ট কার্ড সুবিধা

বায়োমেট্রিক লগইন

এর আগে বিকাশ অ্যাপে লগইন করতে হলে পিন দেওয়ার প্রয়োজন হত। কিন্তু এখন এই বায়োমেট্রিক লগইন ফিচার চালু করার ফলে বারবার পিন দিয়ে লগইন না করে বায়োমেট্রিক ‘ফেস আইডি’ বা ‘ফিঙ্গারপ্রিন্ট’ ব্যবহার করে সহজ ও নিরাপদে লগইন করা যাবে বিকাশ অ্যাপে। এর ফলে পিন ভুলে যাওয়া কিংবা বেহাত হওয়ার সম্ভাবনা যেমন কমলো, তেমনি বিকাশ অ্যাপের নিরাপত্তাও বেশ খানিকটা বাড়লো।

কিভাবে বায়োমেট্রিক লগইন চালু করবো

গ্রাহকরা বিকাশ অ্যাপের লগইন স্ক্রিন অথবা প্রোফাইল থেকে এই বায়োমেট্রিক লগইন সেবাটি চালু করতে পারবেন। বায়োমেট্রিক লগইন সেবাটি চালু করতে লগইন স্ক্রিন অথবা গ্রাহকের প্রোফাইল থেকে বায়োমেট্রিক অপশনে ক্লিক করে পরের ধাপে পিন দিয়ে বায়োমেট্রিক লগইন চালু করতে হবে। একবার চালু করার পর এরপর থেকে প্রতিবার লগইন করতে আর বারবার পিন দিতে হবে না। ডিভাইসে সেট করা ‘ফেস আইডি’ অথবা ‘ফিঙ্গারপ্রিন্ট’ ব্যবহার করেই এরপর থেকে গ্রাহকরা বিকাশ অ্যাপে লগইন করতে পারবেন। প্রয়োজনমতো গ্রাহক আবার অ্যাপের প্রোফাইল থেকে এই ‘ফেস আইডি’ বা ‘ফিঙ্গারপ্রিন্ট’ সেবাটি বন্ধও করতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে বায়োমেট্রিক লগইন চালু করার এক বছর পর আবার নতুন করে সেবাটি ম্যানুয়ালি চালু করে নিতে হবে।

এ সম্পর্কে জানতে পড়ুনঃ কিভাবে বিকাশ বায়োমেট্রিক লগইন চালু করবেন

গ্রুপ সেন্ড মানি

এই সেবার মাধ্যমে গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী একসাথে বেশ কয়েকজনকে একসঙ্গে টাকা পাঠাতে পারবেন।

এভাবে গ্রুপ করে টাকা পাঠানোর ক্ষেত্রে গ্রাহক যদি চান সবাইকে সমপরিমাণ টাকা পাঠাবেন তাহলে সেটাও পারবেন আবার চাইলে সবাইকে আলাদা আলাদা পরিমাণ টাকা ও চাইলে পাঠাতে পারবেন। একটি সেন্ড মানি গ্রুপে একসঙ্গে সর্বোচ্চ ৭ জন সদস্য রাখা যাবে। আর একবার গ্রুপ সেন্ড মানি করার কমপক্ষে ১০ মিনিট পর এর পরের লেনদেনটি করা যাবে বলে জানা গিয়েছে।

কিভাবে গ্রুপ সেন্ড মানি করবেন?

গ্রুপ সেন্ড মানি হিসেবে টাকা পাঠাতে চাইলে প্রথমে অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘সেন্ড মানি’ অপশনে গিয়ে ‘গ্রুপ সেন্ড মানি’ আইকনে ক্লিক করতে হবে। এখানে যারা সেন্ড মানি গ্রুপের সদস্য হবেন তাদের নাম বা নম্বর সিলেক্ট করে, গ্রুপের একটি নাম দিয়ে নতুন গ্রুপ তৈরি করতে হবে। এরপর টাকার পরিমাণ লিখে পরবর্তী ধাপে গিয়ে বিকাশ অ্যাপের পিন দিয়ে সম্মতি দিলেই গ্রুপের সবার কাছে পরিমান অনুযায়ী টাকা পৌঁছে যাবে।

রিকোয়েস্ট মানি

কখনো যদি কোনো বিশেষ প্রয়োজনে কোনো বিকাশ গ্রাহকের টাকা প্রয়োজন হয় তাহলে তিনি চাইলে প্রয়োজন অনুযায়ী অন্য যে কোনো বিকাশ গ্রাহকের নিকট টাকা চাইতে ইন-অ্যাপ রিকোয়েস্ট পাঠাতে পারবেন।

রিকোয়েস্ট মানি করার জন্য গ্রাহকরা অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘রিকোয়েস্ট মানি’ আইকনে ট্যাপ করে সেন্ড মানি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। রিকোয়েস্ট মানির ক্ষেত্রে একজন গ্রাহক একদিনে সর্বোচ্চ ১০ জনকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এক দিনে টাকার লিমিট সর্বোচ্চ ২৫,০০০ টাকা ও সর্বনিম্ন পরিমাণ ১০০ টাকা। এখানে উল্লেখ্য যে রিকোয়েস্ট মানি-এর ক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জ প্রযোজ্য হবেনা।

সেভিংস মার্কেটপ্লেস

নতুন এই ফিচার এর মাধ্যমে বিকাশ অ্যাপে সেভিংস স্কিম খোলা এবং সহজেই কিস্তি জমা দেয়ার সুবিধা পাওয়া যাবে।

এই সেবা চালুর ফলে এখন থেকে নির্ধারিত তারিখে স্বয়ংক্রিয়ভাবে কিস্তির টাকা কেটে নেয়ার ব্যবস্থা চালু করা যাবে। পাশাপাশি এখন থেকে ঢাকা ব্যাংক ও আইডিএলসি-এর সেভিংস স্কিম নেয়া গ্রাহকরা তাদের মিস হয়ে যাওয়া বকেয়া কিস্তির টাকাও খুব সহজে এই অ্যাপের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এ ছাড়াও সেভিংসের পরিমাণ, কিস্তি জমা দেয়ার নোটিফিকেশন, মিস হয়ে যাওয়া কিস্তির তালিকা, সেভিংস ম্যাচিউর হওয়ার সময়সহ আরও বিভিন্ন সুবিধা থাকছে এ সেবায়।

ডিফল্ট কার্ড সুবিধা

এর আগে ভিসা কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করার ক্ষেত্রে বারবার কার্ডের তথ্য দিতে হতো। কিন্তু এই ফিচার চালুর পর এখন থেকে আর বারবার কার্ডের তথ্য দেয়ার কোনো প্রয়োজন নেই। গ্রাহকরা নিজের পছন্দের ভিসা কার্ডটি ‘ডিফল্ট’ কার্ড হিসেবে এখন থেকে নির্ধারণ করে রাখতে পারবেন।

এখন থেকে ডিফল্ট কার্ড নির্ধারণ করতে অ্যাপের হোম স্ক্রিনের ‘অ্যাড মানি’ অপশন থেকে ‘কার্ড টু বিকাশ’-এ গিয়ে ‘ভিসা’ সিলেক্ট করতে হবে। পরের ধাপে অ্যাড মানি করার জন্য নম্বরটি প্রবেশ করাতে হবে বা কন্টাক্ট লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। এরপর কার্ডের সব তথ্য দিয়ে অ্যাড মানি করার পর কার্ডটি ডিফল্ট কার্ড হিসেবে নির্ধারণ করতে হবে। এরপর থেকে অ্যাড মানি করার সময় ডিফল্ট কার্ডটি স্ক্রিনের নিচে দেখা যাবে।

এই ছিলো সাম্প্রতিক নতুন আপডেটে চালু হওয়া বিকাশ অ্যাপে নতুন ৫ ফিচার। এসব ফিচার গুলো আগের মতো সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ ইন, ক্যাশ আউট, মার্চেন্ট পেমেন্ট, অ্যাড মানি, ইউটিলিটি বিল পেমেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফি পরিশোধ, ই-টিকেটিং, ডোনেশন, বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ, ইন্স্যুরেন্স ও মাইক্রোফাইন্যান্সের পেমেন্ট, ডিজিটাল ন্যানো লোন ও সেভিংসসহ নানা ফিচারের মতো বেশ গ্রাহকবান্ধব হবে বলে আশা করা যায়।

Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে
Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top