কিভাবে বিকাশ রিকোয়েস্ট মানি করবো

কিভাবে বিকাশ রিকোয়েস্ট মানি করবো
কিভাবে বিকাশ রিকোয়েস্ট মানি করবো

আগে ফোনে একটি ফিচার ছিলো রিকোয়েস্ট কল। এ ফিচারের ফলে ফোনে টাকা না থাকলে কাঙ্ক্ষিত ব্যক্তিকে কল দেয়ার জন্য অনুরোধ করা যেত। এবার সেই রিকোয়েস্ট কলের অনুকরনে বিকাশ তাদের সর্বশেষ আপডেটে নিয়ে এসেছে রিকোয়েস্ট মানি ফিচার। আজকের এই ব্লগ পোস্টে আমি আলোচনা করবো বিকাশ রিকোয়েস্ট মানি ফিচার কি? আপনারা কিভাবে এই বিকাশ রিকোয়েস্ট মানি ফিচার ব্যবহার করবেন, কিভাবে গ্রুপ রিকোয়েস্ট মানি ব্যবহার করবেন, কিভাবে মানি রিকোয়েস্ট গ্রহন করবেন এসব নিয়ে। আশা করি পোস্টটি আপনাদের জন্য সহায়ক হবে।

বিকাশ রিকোয়েস্ট মানি ব্যবহার করার নিয়ম

আপনি যেহেতু বিকাশ রিকোয়েস্ট মানি ফিচার ব্যবহার করতে চাচ্ছেন তাই ধরেই নিচ্ছি যে আপনার একটি বিকাশ একাউন্ট রয়েছে। নাহলে খুব দ্রুতই খুলে ফেলুন। যাইহোক বিকাশ রিকোয়েস্ট মানি ফিচার ব্যবহার করার জন্য নিম্নলিখিত নির্দেশনা অনুসরন করতে পারেন।

  • প্রথমেই আপনার বিকাশ অ্যাপ খুলুন
  • এরপর আপনি রিকোয়েস্ট মানি লেখা একটি আইকন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করুন
  • এবার যাকে আপনি মানি রিকোয়েস্ট পাঠাতে ইচ্ছুক তার বিকাশ একাউন্ট নাম্বারটি সঠিকভাবে লিখুন
  • এবারের ধাপে আপনি কত টাকা চান সেটি লিখুন
  • এরপর আপনি চাইলে যাকে রিকোয়েস্ট করছেন তাকে নির্দেশনামূলক কিছু বার্তা দিতে পারেন। এটি ঐচ্ছিক
  • এবার আপনার বিকাশ একাউন্টের পিন টি দিন
  • এবার সর্বশেষ কার্যক্রমটি সম্পন্ন করার জন্য Request অপশনে ট্যাপ করুন
আরো পড়ুন  কিভাবে বিকাশ অ্যাপে বায়োমেট্রিক লগইন চালু করবেন

যাইহোক এবার আপনার কাজ শেষ এখন যাকে আপনি মানি রিকোয়েস্ট পাঠিয়েছেন তার কাছে নোটিফিকেশন যাবে। তিনি এই রিকোয়েস্টটি এক্সসেপ্ট করে টাকা পাঠালেই আপনি টাকা পেয়ে যাবেন।

বিকাশ গ্রুপ রিকোয়েস্ট মানি ব্যবহার করার নিয়ম

  • প্রথমেই আপনার বিকাশ অ্যাপ খুলুন
  • এরপর আপনি রিকোয়েস্ট মানি লেখা একটি আইকন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করুন
  • এবার এখান থেকে Group Request Money সিলেক্ট করুন। এখানে আপনি সর্বোচ্চ ১০ জন গ্রুপে এড করতে পারবেন। এখান থেকে আপনি কাকে কাকে মানি রিকোয়েস্ট পাঠাতে চান সেটি সিলেক্ট করুন।
  • এবারের ধাপে আপনি কত টাকা চান সেটি লিখুন। এখানে আপনি চাইলে প্রতি নাম্বারে সমান পরিমাণ অথবা একেক নাম্বারে একেক পরিমাণ টাকা রিকোয়েস্ট করতে পারবেন
  • এরপর আপনি চাইলে যাদের রিকোয়েস্ট করছেন তাকে নির্দেশনামূলক কিছু বার্তা দিতে পারেন। এটি ঐচ্ছিক
  • এবার আপনার বিকাশ একাউন্টের পিন টি দিন
  • এবার সর্বশেষ কার্যক্রমটি সম্পন্ন করার জন্য Request অপশনে ট্যাপ করুন
আরো পড়ুন  মেসেঞ্জারে সিন না করে মেসেজ পড়ুন

এবার আপনার কাজ শেষ এখন যাদেরকে আপনি মানি রিকোয়েস্ট পাঠিয়েছেন তাদের কাছে নোটিফিকেশন যাবে। তারা এই রিকোয়েস্টটি এক্সসেপ্ট করে টাকা পাঠালেই আপনি টাকা পেয়ে যাবেন।

কিভাবে মানি রিকোয়েস্ট গ্রহন করবেন

কেউ যদি আপনাকে মানি রিকোয়েস্ট পাঠায় তাহলে আপনি নিম্নলিখিত পদ্ধতি ব্যবহার করে মানি রিকোয়েস্ট এক্সেপ্ট করতে পারবেন

  • আপনার বিকাশ অ্যাপটি ওপেন করুন।
  • মানি রিকোয়েস্ট নোটিফিকেশন দেখে “রিকোয়েস্টস” এ ট্যাপ করুন।
  • এবার আপনি যে রিকোয়েস্ট গ্রহণ করতে চান সেটি সিলেক্ট করুন।
  • “Request Accept” এ ট্যাপ করুন।

বিকাশ রিকোয়েস্ট মানি এর নিয়ম

  • গ্রাহক চাইলে একজন কিংবা গ্রুপ করে রিকোয়েস্ট মানি করতে পারবেন
  • একটি গ্রুপে সর্বোচ্চ ১০ জন সদস্য এড করা যাবে
  • একটি গ্রুপে কমপক্ষে ২ জন সদস্য থাকতে হবে
  • নিজের গ্রুপে নিজের নাম্বার ব্যবহার করা যাবেনা
  • একটি গ্রুপ সদস্যদের মাঝে একই পরিমান বা আলাদা আলাদা পরিমান রিকোয়েস্ট মানি করতে পারবেন
  • একজন গ্রাহক চাইলে এক বা একাধিক গ্রুপ তৈরি করতে পারবেন
  • রিকোয়েস্ট মানি ফিচার ব্যবহার করতে কোনো চার্জ লাগবে না।
  • তবে রিকোয়েস্ট মানি তে কাউকে টাকা পাঠালে সেন্ড মানির চার্জ ও দৈনিক ও মাসিক লিমিট প্রযোজ্য হবে
  • রিকোয়েস্ট মানি শুধুমাত্র বিকাশ অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য ইউএসএসডি এর ক্ষেত্রে এটি কার্যকর নয়।
  • রিকোয়েস্টকারীকে রিকোয়েস্ট বাতিল করে জানাতে পারেন। এক্ষেত্রে রিকোয়েস্টকারী একটি রিকোয়েস্ট বাতি নোটিফিকেশন পাবেন
  • গ্রাহক যদি চান তাহলে রিকোয়েস্ট গ্রহণকারী রিকোয়েস্টকারীকে ব্লক করতে পারেন যাতে সে ভবিষ্যতে আর কোনো রিকোয়েস্ট পাঠাতে না পারে।
  • রিকোয়েস্ট মানি অপশনের মধ্যে ব্লক করা কন্ট্যাক্টসের তালিকা থেকে একটি কন্ট্যাক্টকে আনব্লকও করতে পারবেন।
  • একজন গ্রাহক একদিনে সর্বোচ্চ ১০টি রিকোয়েস্ট মানি করতে পারবেন।
  • একদিনে একই কন্ট্যাক্টকে সর্বোচ্চ ১টি রিকোয়েস্ট মানি করতে পারবেন।
  • দিনে সর্বোচ্চ ৩টি রিকোয়েস্ট মানি পেতে পারেন।
  • একদিনে রিকোয়েস্ট মানির সর্বোচ্চ লিমিট ২৫,০০০ টাকা।
আরো পড়ুন  একদম ফ্রিতে Microsoft Office 2021 কিভাবে ব্যবহার করবেন

Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে এই লিংকে
Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

– Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
– Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে
– Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

লেখাটি কেমন লাগলো সেটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান

মন্তব্য করুন