কাগজ ভাঁজের খেলা|৭ম শ্রেণির গণিত সমাধান|Class 7 Math Solution

কাগজ ভাঁজের খেলা
কাগজ ভাঁজের খেলা

কাগজ ভাঁজের খেলাটি খেলার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করো :

আজকের পোস্টে ৭ম শ্রেণির গণিত সমাধান এর ১ম অধ্যায় থেকে ২য় ও ৩য় পৃষ্ঠার কাগজ ভাঁজের খেলার সমাধান দেয়া হলো।

  • A4 বা বড় খাতার মাপের একটি কাগজ নাও।
  • কাগজটির চারপাশে এমনভাবে কলম দিয়ে দাগ টানো যেন কাগজটিকে একটি আয়তক্ষেত্র মনে হয় ।
  • এখন কাগজটিকে সমান ২ ভাগে ভাঁজ করো এবং ভাঁজ বরারবর কলম দিয়ে দাগ টান। ফলে দুটি ঘর পাওয়া গেল।
  • আগের ভাঁজটি ঠিক রেখেই আবার কাগজটিকে ২ ভাগে ভাঁজ করো এবং আগের মত করেই দাগ দাও । এবার কয়টি সমান ঘর পাওয়া গেল?
  • অনুরূপভাবে আগের ভাঁজটি ঠিক রেখে আরও ৩ বার ভাঁজ করো এবং দাগ দাও।
  • একই ভাবে ভাঁজ করতে থাকলে কততম ভাঁজে কয়টি ঘর পাওয়া যাবে নিচের ছকে (১.১) পূরণ করার চেষ্টা করো।

পরবর্তীতে, দুটি সমান ভাঁজের জায়গায় প্রতিবারে ৩টি করে ভাঁজ করো এবং মোট ৪ বার ভাঁজ করে ছক ১.১ এর ন্যায় ছক ১.২ পূরণ করো।

৭ম শ্রেণির গণিত ২০২৪ ১ম অধ্যায় ২য় ও ৩য় পৃষ্ঠার ছক ১.১, ১.২, ১.৩, ১.৪, ১.৫, ১.৬, ১.৭

২য় পৃষ্ঠার ছক ১.১ সমাধান

কত তম ভাঁজ?ঘর সংখ্যা
১ম
২য়
৩য়
৪র্থ১৬
৫ম৩২

২য় পৃষ্ঠার ছক ১.সমাধান

পরবর্তীতে, দুটি সমান ভাঁজের জায়গায় প্রতিবারে ৩টি করে ভাঁজ করো এবং মোট ৪ বার ভাঁজ করে ছক ১.১ এর ন্যায় ছক ১.২ পূরণ করো।

কত তম ভাঁজ?ঘর সংখ্যা
১ম
২য়
৩য়৮১
৪র্থ৬৫৬১

২য় পৃষ্ঠার ছক ১.সমাধান

তোমাদের যাদের রোল জোড় সংখ্যা তারা ৬ সংখ্যাটি নিচের ছকে লিখো এবং যাদের রোল বিজোড় তারা ৫ সংখ্যাটি নিজের ছকে লিখো।

তোমার রোল জোড় সংখ্যা হলে:

সংখ্যাকতটি সংখ্যা রয়েছে?
১টি

তোমার রোল বিজোড় সংখ্যা হলে:

সংখ্যাকতটি সংখ্যা রয়েছে?
১টি

৩য় পৃষ্ঠার ছক ১.সমাধান

এখন, তুমি যে সংখ্যাটি নিলে, সেই সংখ্যাটিকে, সেই সংখ্যাটি দিয়ে ১ বার গুণ করো এবং তা নিচের ছকের ন্যায় পূরণ করো। ভেবে দেখো কী হতে পারে?

তোমার রোল যদি বিজোড় হয় তাহলে দুটি ৫ গুণাকারে থাকবে। অর্থাৎ, গুণাকার হবে ৫ × ৫।

গুণাকারগুণফলগুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি
রয়েছে?
৫×৫২৫২টি

তোমার রোল যদি জোড় হয় তাহলে দুটি ৬ গুণাকারে থাকবে। অর্থাৎ, গুণাকার হবে ৬ × ৬।

গুণাকারগুণফলগুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি
রয়েছে?
৬×৬৩৬২টি

৩য় পৃষ্ঠার ছক ১.সমাধান

এখন আগের বারের মতোই, সেই সংখ্যাটি দিয়ে ২ বার গুণ করো এবং নিচের ছকে গুণাকারে লেখো। গুণফল কত পেলে?

যদি তোমার রোল বিজোড় হয় তাহলে-

গুণাকারগুণফলগুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি
রয়েছে?
৫×৫×৫১২৫৩টি

যদি তোমার রোল জোড় হয় তাহলে-

গুণাকারগুণফলগুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি
রয়েছে?
৬×৬×৬২১৬৩টি

৩য় পৃষ্ঠার ছক ১.সমাধান

এবার, এমন করে ৩ বার, ৪ বার ও ৫ বার গুণ করো এবং নিচের ছকে লেখো।

যদি তোমার রোল বিজোড় হয় তাহলে-

গুণাকারগুণফলগুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি
রয়েছে?
৫×৫×৫×৫৬২৫৪টি
৫×৫×৫×৫×৫৩১২৫৫টি
৫×৫×৫×৫×৫×৫১৫৬২৫৬টি

যদি তোমার রোল জোড় হয় তাহলে-

গুণাকারগুণফলগুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি
রয়েছে?
৬×৬×৬×৬১২৯৬৪টি
৬×৬×৬×৬×৬৭৭৭৬৫টি
৬×৬×৬×৬×৬×৬৪৬৬৫৬৬টি

৩য় পৃষ্ঠার ছক ১.সমাধান

ছকটি পূরণ করা হলে তোমরা আরেকটি কাজ করো। এবার সংখ্যাটিকে ১০ বার, ১১ বার এবং ১২ বার গুণ করে নিচের ছকে শুধু গুণাকারে লেখো।

যদি তোমার রোল বিজোড় হয় তাহলে-

গুণাকারগুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে?
৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫১১টি
৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫১২টি
৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫১৩টি

যদি তোমার রোল জোড় হয় তাহলে-

গুণাকারগুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে?
৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬১১টি
৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬১২টি
৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬×৬১৩টি


Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে
Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top