জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে নিজেদের মতামত লিখি | ৮ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা

আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে নিজেদের মতামত লিখি নামক ৮ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই এর সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় অধ্যায় থেকে পৃষ্ঠা ৪৮ এর অনুশীলনী কাজ এর সমাধান।

অনুশীলনী: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা

আমরা এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে নিজেদের মতামত লিখি। | প্রয়োজনে আমরা বিভিন্ন উৎসের সহায়তা নিতে পারি।
আমরা নিজেদের মতামতগুলো উপস্থাপন করি। সহপাঠীদের উপস্থাপনা শুনে আমরা অনেকেই বুঝতে পারছি, | জাতীয় কবির বিদ্রোহী চেতনা আমাদেরকে ভাবিয়েছে। আমরা নানান দৃষ্টিকোণ থেকে চিন্তা করে নিজেদের মতামত প্রদান করেছি।

কবি কাজী নজরুল ইসলাম, বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি সব সময় শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন বার বার। তার কবিতা ও গানে ধ্বনিত হয়েছে বিদ্রোহের জয়গান। । ব্রিটিশ শাসনকালের নানাবিধ অন্যায়, অত্যাচার, সাম্প্রদায়িকতা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিনিয়ত তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। পরিণতিতে কারাবন্দি হয়েছেন অনেক বার। তাঁকে চিহ্নিত করা হয়েছিলো রাজদ্রোহী হিসেবে । কিন্তু তিনি দমে যান নি। চালিয়েছেন বিদ্রোহের কলম। তাইতো বাংলার মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন বিদ্রোহী কবি হিসেবে। তার লেখা গান ও কবিতা আজও উদ্দীপ্ত করে আমাদের।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনার বৈশিষ্ট্য:

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ: নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক। ঔপনিবেশিক শোষণ, সামাজিক বৈষম্য, ধর্মীয় গোঁড়ামি, সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন।

মানবতাবাদের প্রতি বিশ্বাস: নজরুলের বিদ্রোহ ছিল কেবল নিজের জন্য নয়, বরং সকল মানুষের জন্য। তিনি বিশ্বাস করতেন সকল মানুষ সমান, এবং সকলের উচিত ন্যায্য ও সমতাপূর্ণ জীবনযাপন করা। তাইতো তিনি মানবতার জয়গান গেয়েছেন এবং সকল মানুষের সমতার কথা বলেছেন।

জীবনের প্রতি আশাবাদ: কবি নজরুলের মনে ছিল অন্ধকারের বুকে আশার আলো জ্বালানোর প্রবল ইচ্ছা। তিনি সবসময় বিশ্বাস করতেন, যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, সত্য ও ন্যায়ের জয় অবশ্যম্ভাবী। সে আশায় উদ্দীপ্ত হয়ে সকল বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।

সাহস ও দৃঢ়তা: নজরুল ছিলেন অদম্য সাহসী ও দৃঢ়চেতা ব্যক্তি। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, বরং সর্বদা প্রতিবাদের পতাকা উঁচুতে ধরে রেখেছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনার উদাহরণ:

কবিতা: বিদ্রোহী, প্রলয়োল্লাস, আগমনী, খেয়াপারের তরণী, শাত-ইল্‌-আরব, কামাল পাশা
গান: চল্‌ চল্‌ চল্‌, দুর্গম গিরি কান্তার মরু, কারার ঐ লৌহ কপাট,
প্রবন্ধ: বিষ-বাণী , ধূমকেতুর পথ, আমার পথ
গল্প: হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনার প্রভাব:

বাংলা সাহিত্যে: নজরুলের বিদ্রোহী চেতনা বাংলা সাহিত্যে এক নতুন ধারার সূচনা করে সমৃদ্ধ করে বাংলা সাহিত্যেকে।
স্বাধীনতা আন্দোলনে: নজরুলের কবিতা ও গান বাংলার মানুষকে অনুপ্রাণিত করে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করতে। মুক্তিযুদ্ধেও তাঁর কবিতা গান বিশাল ভূমিকা রেখেছে।
সমাজের উন্নয়নে: নজরুলের বিদ্রোহী চেতনা সমাজের বিভিন্ন কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূরীকরণে সাহায্য করে।

আমার মতামত:

আমার মনে হয়, নজরুলের বিদ্রোহী চেতনা আজও প্রাসঙ্গিক। তার সাহিত্যকর্ম আমাদের অনুপ্রাণিত করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য, মানবতার জন্য, জীবনের প্রতি ভালোবাসার জন্য, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, ন্যায়বিচার ও সমতার জন্য সংগ্রাম করার জন্য।

Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে
Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

– Techprithibi ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
– Techprithibi ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
– গুগল নিউজে Techprithibi সাইট ফলো করতে এই লিংকে
– Techprithibi সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.techprithibi.com সাইট।

মন্তব্য করুন